শক্তিতে আজ তুই বিজয়ী বলে হেসে
ভাবছিস বুঝি মিছে আমি পরাজিত,
পরকালের ভয়ে অপশক্তির লড়ায়ে
আমার ব্যবহার সর্বদা বিণয়ে মার্জিত।
শক্তিতে কভু মিলে না মুক্তি ধরাতে
বোকার রাজ্যে ওরে তুই রাজা অধম,
শক্তি প্রয়োগে রুখিব তোকে কি হিম্মতে
তপস্যার ধ্যানে মগ্ন আমি প্রজা উত্তম।


সাফল্য অর্জনে তোর নাম যশ খ্যতি
পৃধিবী শাসণে খুন ধর্ষণে খলনায়ক,
গর্বিত জীবনে মর্যাদার মহাচুঁড়ায় তুই
আমাকে উপহাসে পরিসংখ্যান সূচক।
চাই নি কভু তোর দয়া করুণার অনুদান
নিয়তির বিধান সুপ্রসুন্ন পাক কালাম,
বিফল হইনি নতশিরে চরণে লুটাতে
ভিখারীর বেশে স্বার্থের বন্দি গোলাম।


ক্ষমতার আসনে অধিষ্ঠিত পদোন্নতি
অন্যায় অত্যাচারে তুই বিপথগামী,
মানবতার আর্তনাদে জনতার রোধন
করুণ আহাজারি শুনি কেবল আমি।
সকল অসহায়ের তরে উৎসর্গ জীবন
পারিনা যে শক্তিতে ভাঙ্গিতে শিকল,
পাপীষ্ট নরাধম হত্যায় কাড়িস প্রাণ
এখানেই যত পরাজয়ে আমি দুর্বল।