প্রাণের মাঝে দেখিতে দৃষ্টি মেলায়
      স্বপ্ন আঁকি নয়ন পাতায়,
তন্দ্রা বিভোর থেকে স্বপ্নেরা জাগায়
     নিশিথ তিথী ঘুম ভেঙ্গে যায়।


ফুল হয়ে জীবনে সৌরভে ফুটেছিল
       কাঁটার হার পরিয়ে দিল,
স্বপ্নেরা একদিন আনন্দে হাসিয়েছিল
       আজ কেন কাঁদিয়ে গেল?


দুটি মনে বীণা গানে বাজে করতালি
       নেশায় ডুবে ভূবন ভুলি,
হৃদয় খাতায় লিখছে কলমের কালি
      আঁধারে জ্বালিয়ে দ্বীপাবলি।


খুশির আবিরে সুখ শান্তি সাজিয়ে ছিলাম
     আঁখিজলে তবুও ভেসে গেলাম,
আশায় আশায় ধরণীতে বাঁচচিতে ছিলাম
        আজই মৃত্যু বরণ করিলাম।