সুন্দর পোশাকে সাজিয়ে দেহ
   মনের মাঝে আবর্জনা
প্রসাধণীর রুপচর্চা উপভোগে
   যায়না আসল জানা।
যাকে দেখায় দুনিয়ার কালো
    সে করে জগত আলো,
ধবধবে সাদার ঝমকালো চমক
    নকল হাটে মূল্য পেলো।
চকচক ভেবে পথের মাঝে বসে
    দুহাতে কুঁড়ায় বালিকণা,
অবুঝ জ্ঞানের অবহেলায় ঠকে
    তামার মত ফেলে সোনা।
গন্ধ পেয়ে মন্দ কাঁটার কোমল
    ফুলদানিতে নিল তুলি,
চোখের কোণে কাজলের শোভা
    স্থান বিহনে ময়লা কালি।
কাগজের ফুলে মধুর অনুসন্ধানে
    ভ্রমর বসে না আলিঙ্গণে
সাপের মণি কাড়িয়া নিল ব্যাঙে
    অসৎ পাত্রে কন্যাদানে।
সাবান সোডা শ্যাপু পাউডার
    পরিস্কারক ডিটারজেন্ট
পঁচা মনের কথা কর্ম ব্যবহার
    কি লাভ মাখিলে সেন্ট।
সঠিক ভেবে ভুল নির্বাচন যথা
     গুনতে হবে কঠিণ মাশুল,
তোষামোদের মিছে প্রশংসায়
     হারাবে জীবনের কুল।