সতীর আর গতি কোথায় পতির দায় কাঁধে নিয়ে,
চাইনা বেহেস্ত পরপারে স্বামী নয় আসামীর পায়ে।
সুরক্ষিত দূর্গ গড়ে স্ত্রী র মর্যাদা অবহেলায় পতি,
আমানত খেয়ানতে জীবন বাঁচায় কি করবে মহাসতী।


দৃষ্টি দিলে পরের নারী জাহান্নামের পুরুষ খড়ি,
দূর্বল চিত্তের অবলার ধন জোর জবরে নিতেছে কাড়ি।
আত্ম সম্পদের দাবীদার স্বামী চায় সতী সাধ্বী নারী,
ভোগ বস্তুর পণ্য সামগ্রী অধিকারে করে ছল চাতুরী।


কারিগরের স্বযত্নে গড়া অপূর্ব এক সুন্দর পুতুল,
পুরুষ শাসিত এ-ই সমাজে টেকনোলজিতে রয়েছে ভুল।
নিরাপত্তাহীন এ-ই সুশীল সমাজ নারীকে নিয়ে যত গন্ডোগোল,
অস্তিত্বের শিকড় বংশ বিস্তারে নারী সৃষ্টি জগতের মূল।


দোষ ত্রুটির হিসাব নিকাশ নারী পুরুষ কে কার আপদ,
ডাংলি খেলা দুশ্চরিত্রের কাজ ভাবতে হবে গোড়ায় গলদ।
অবাধ স্বাধীন পুরুষ জাতি নারীর পদে পদে বিপদ,
কেউ ভাবেনা কন্যা ভগ্নি জননী নারী স্ত্রী শ্রেষ্ট সম্পদ।