পাষাণের ভাঙ্গাতে নিদ
                   এসো গাই ভক্তির গান,
সেজদা পুজা অর্চণায়
                       মধুর সুরের কলতান।
মসজিদ মন্দির গীর্জা
                      যেথা মুক্তির উপাসনা,
বিশ্বাসের শিকড় মনে
                       যাচি যার কাছে করুণা।।


বাইবেল বেদ কুরআন
                          সন্ধানে পাতার ভাজে,
গুণ কির্ত্তনের জপমালা
                     তসবি জপে সকাল সাঁঝে।
আল্লাহ ঈশ্বর ভগবান
                        যিনি অতি দয়ালু মহান,
জীবন মরণে সাজনো
                      বাঁচি তাঁর মহীমার দান।।


কেন সে শুনে না তবুও
                        আকুল হৃদয়ের এ গান,
বিণীত প্রাণের আকুতি
                       নাকি করে সে অভিমান।
ভুলের স্রোতে জগত মাঝে
                      বৃথাই সাজি সুন্দর ভূবন,
হিন্দু মুসলিম বৌদ্ধু খৃষ্টান
                      কেন সে করিয়াছে সৃজন?


অধমের কি সাধ্য হয় কভু
                      অজ্ঞানী পাবে না পরিচয়,
মুর্খের তর্ক শাস্ত্র বিধানে
                        সাধু মুণী ঋষীর শংশয়।
নির্মম নিষ্ঠুর নয় বিধাতা
                     সকল সৃষ্টির মাঝে আপন,
হিংসা বিদ্বেষ পরিহারে
                    গাইলে গান স্রষ্টা একজন।।