সুখের গাঁ কতদূরে কে জানিস বল,
দুঃখ কষ্ট কাঁধে চেপে কত দূরে গিয়ে,
রাখিব ব্যথা বেদনা সীমান্ত ছাড়িয়ে,
গড়িতে জগতে মোরা শান্তির মহল।
মনের সাগর কূলে অশান্ত ভাবনা,
অস্থির স্রোতের টানে দিশেহারা জল,
ডুবায় জীবন তরী ভুলের অতল,
নোঙ্গর করিতে প্রাণে অতৃপ্ত বাসনা।।


চোখের পানিতে আশা ভাসে অবিরাম,
উজান প্লাবনে বুক বেঁধে রাখা দায়,
বাঁচিতে সাঁতার কাটে  মিছে ভরসায়,
নিরাশার বালুচরে নায়ের বাদাম।
পাসপোর্ট ভিসা আর ইমিগ্রেশনের,
নেই যে কোন এম্বাসি সুখের দেশের।।।