সুরেলা গানের পাখি মাধবী তিথীতে ডাকে,
আকুল প্রাণে বাজে সুর নিশীত রজণী জাগে।
হিয়ার মাঝে লুকিয়ে ইশারায় করে আলাপন,
হাসনা হেনার সৌরভ মাতিয়ে রাখে ফুলবন।


মনের বৃন্দাবনে সাজানো কুঞ্জ স্বপ্নের আল্পনা,
প্রেম ভালোবাসা মিছে আশার রিক্ত কল্পণা।
শূণ্যতার মাঝে পূর্ণতার ব্যথা বিরহী অন্তর,
প্রাপ্তির তৃপ্তিতে অসন্তুষ্ট চিত্তে বেদণা ধূসর।


গানের টানে স্পন্ধিত প্রাণে তব বীণার ঝংকার,
হর হামেশা গুঞ্জরণে ভ্রমর অপলক দেখে পুষ্প বাহার।
নেচে নেচে গায় পাপিয়া বুলবুল দখিণা বাতায়নে,
সুরের ভেলায় আবেগের বাদাম উড়ায় পবনে।


শুনে যদি তবে মম চিত্ত নিগূঢ় ধ্যনে মধুর সুর,
প্রেম পবিত্র সত্তার অস্তিত্ব নিত্য সত্য প্রশ্নোত্তর।
বিশ্বাসে বিলীন স্বার্থ সিদ্ধির ত্যাগের মহীমায়,
সুরের মাঝে ভালোবাসার গান জগত মাঝে গায়।।