স্বপ্নের ভূবনে সুখের আশায় সাজাতে  সোনার দেশ,
তিন ইঞ্চি নদীতে ডুবে সাড়ে তিন হাত নৌকা শেষ।
বোকা মাঝি তরী ভাসিয়ে আনন্দে গাইতে চায় গান,
তীর হারা এই নদীর স্রোতের জল তরঙ্গ বয় উজান।
কেউতো জানে না ছোট্ট নদীর গভীরতা যে তার কত,
মাপিতে বহ্মা বিষ্ণু মহেশ্বর সেথায় খেলছে অবিরত।


নদীর অতল গভীরে রয়েছে চন্দণ দ্বীপের সুন্দর চর,
রাজকুমারীর রাজত্ব সেথা কামিনীর নাচের আসর।
স্নিগ্ধ কোমল কাশফুলের চারপাশে অন্ধকার জঙ্গল,
বাঘ সিংহ শিকারে পাতানো কঠিন ফাঁদের শিকল।
জোয়ারের জল কল কল করে ভাসিয়ে জীবনের কুল,
বীর বাহাদুর মাথা নত করে ডুবুরী হারায় সাহস বল।


হাঙ্গোর কুমীর নদীর জলে ক্ষুধার জ্বালায় বড় কাতর,
ছোঁবল দিতে কাল নাগিনী ফণা তোলেছে কুলু চত্বর।
লীলা খেলায় মত্ত বিধি গুপ্ত তত্ত্বের এ কি আজব কান্ড,
সাধু ঋষীর সাধন ভজন কামের লোভে সব লন্ড ভন্ড।
মাসে মাসে জোয়ার আসে নদীতে ডাকে বিষম বান,
উজান ভাটির ধারা বুঝে রসিক জনে করে নেয় স্নান।