কে তুমি আমাতে এসে অনায়েসে গড়িলে বসতি
কেন আমি নিত্য সাজাই তোমার নামের আরতি
আমার আমিকে শুধু মিশ্রিত আজ তোমার মাঝে
হারিয়ে খুঁজি তোমাকে লুকিয়ে মোর হিয়ার ভাঁজে
অস্থি মাংস অন্তর পরাণ আমার দেহে সত্তাগুলো
অনুভুতির স্পর্শ ছোঁয়ায় শিহরণে জাগিয়ে তোলো
দিবস যামী হৃদপিন্ডে নিঃশ্বাসে হয় তোমার বিচরণ
আকাঙ্খিত মনের আশা রুপ হেরিতে চাহে নয়ন


হৃদ মহলে যত্নে গড়া প্রেম পাগলের সাজানো ভূবন
সদা জাগ্রত অতন্দ্র প্রহরী দেখেনা সে আসে কখন
ঘিরিয়া রাখিল বৃথা মন বাতায়নে দোলাইতেছে সুখ
আনন্দে চিত্তে চিতার অনল ধরাইতেছে পুড়াইতে বুক
তোমাতে মগ্ন আত্মহারা হই অনুভুতির ছলনায় পরে
দিদ্ধা দন্ধের কাটেনা সংশয় হতাশায় ডুবি বালুচরে
আধার তিথীতে পূর্ণ চাঁদ জোছনা মাখি সারা অঙ্গে
আমার আমিকে রাঙ্গিয়েছি তোমার আবিবের রঙ্গে


তোমারি দরশনে সজীব প্রাণ খুঁজে ফিরে বাঁচার দিশা
বিরহ ক্ষণে নিঃস্ব আমি অসাড় দেহে তোমার পিপাসা
মিলন মেলায় জুয়ার আসর ধরিয়াছি জীবন বাজী
সত্য সুন্দর পবিত্রতা অন্তরে মোর কেন বা তারে খুঁজি
কল্পলোকের গল্প শুনে উদ্দেশ্যে বিহিন অজানা পথে
অচীনপুরির ঠিকানাহীন গন্তব্যে চড়িল প্রেমের রথে
রিক্ত হাতে শূণ্য মুসাফির অতিথী হিসাবে করেনা বরণ
বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভরিয়া সাধনার বস্তু প্রেম নিবেদন