এত বেশি ভালোবাসি বলে
বিনিময়ে দিলে অবহেলা
বিদায় দাওগো বন্ধু চিরতরে
বন্ধ করে দাও পথ চলা
জীবন থেকেই হারিয়ে যাব
পার যদি সুখি হতে একা
দু:খ কষ্ট বুকে চেপে ধরে
আর কোনদিন দিবনা দেখা


এলোমেলো বাতাসে যখন
হারিয়ে ফেলেছিলাম মন
হয়তো তুমি খুঝে নিয়েছিলে
সাজিয়ে দিতে সুন্দর ভূবন
গন্ধবিহীন কাগজের ফুলে
মৌমাছি কভু হয় না আকুল
রেশম কোমল পাপড়ীর দল
ঝরে পড়তে করেনা ভুল


হয়তো বিধি তোমার জন্য
পাঠায়নি আমায় ভবে
চাইবনা আর ধ্যানে জ্ঞানে
শান্তি সুখে রাখবো ভেবে
বুকের ভিতর তোমার জন্য
পাহাড় সমান ছিল মায়া
দুজনার আজ দুই পৃথিবী
কেউ দেখিনা কারো ছায়া