কার মুখের হাসির জন্য তুমি অন্যকে কাঁদাও দিনরাত,
কার শান্তির সুখের জন্য তুমি অন্যকে অপমান আঘাত।
কে তোমার নিকট অতি প্রিয়জন কাকে ভাবিলে দুশমন?
কে তোমার নিকট উচ্চ মর্যাদার কাকে অবজ্ঞার প্রয়োজন?


কাকে লুট করে তুমি অর্থ সম্পত্তি কাকে করে অনায়েসে দান?
কাকে খুন করে তুমি বাঁচাতে চাও কাকে,
জগতে হতে মহান?
কোন স্বার্থের কারণে নিজেকে বিসর্জনে ত্যাজিলে জীবন,
কোন লোভের কারনে লালসার স্বীকার
বিপথে নিত্য গমন।


কিসের প্রলোভনে পড়ে ভেদাবেদে তুমি আপন পর মানুষে,
কিসের অভাবে নষ্ট চরিত্রের স্বভাবে তুমি
আপন কর্ম দোষে।
কি আশার স্বপণ আকড়ে ধরে বুকে তুমি
ভাঙ্গা গড়া সম্পর্কে
কি ছলনার মায়ার বাঁধনে জড়িয়ে তুমি
প্রেম প্রীতির তর্কে।


ভালো মন্দ উপার্জনে তোমার সাজানো সুন্দর সংসার,
পাপ পূণ্য ভাগী নেই তোমার সকলেই জগতে অংশীদার।
সঙ্গীবিহীন কবরে তোমার আমলনায় পাপের বোঝা জমা,
অনন্তকাল আযাবের শাস্তি তোমার কে করবে কাকে ক্ষমা?