প্রতিটা মানুষই ভালো থাকতে চায়
সুখ  চায় শান্তি চায় ভালোবাসা চায়
মান মর্যাদার সম্মান চায় সাফল্য চায়
হাসি খুশির আনন্দ নিয়ে বাঁচতে চায়
কিন্তু ভালো থাকার উপায়টা
কেউ জানতে চায়না।
আর জানলেও সেটা কখনো সম্ভব নয়
কারন মানুষ কখনো একা একা
ভালো থাকতে পারেনা
বিশ্বাস চায় শদ্ধা ভক্তি চায় প্রেম চায়
আদর স্নেহ সেবা যত্ন চায় মায়া মমতা চায়
সত্য সুন্দর পবিত্রতা চায়।
বিপদ আপদে সাহায্য সহোগীতা চায়
শক্তি সাহসের জন্য বিশ্বস্ত বন্ধু চায়
ভালো মন্দ বুঝার মত জ্ঞান বুদ্ধি চায়
দায়িত্ব কর্তব্য পালনের জন্য
একজন অভিভাবক চায়
কিছু অধিকার চায়।


কি সব বলছি আজকাল মানুষতো
এসব নিয়ে চিন্তা ভাবনাও করেনা
টাকা পয়সা ধন সম্পদে বিত্তবান হতে চায়
শক্তি ক্ষমতার মালিক হতে চায়
প্রয়োজনীয় সব চাহিদাগুলো
জোর জবর দস্তি করে আদায় করতে চায়।
স্বার্থ লোভে অন্ধ হয়ে যে সকল কর্মকান্ড করে
তাতে কারো ক্ষতি হলো কিনা
কেউ বিপদে পড়লো কিনা
এসব খেয়াল করে মাথা গামানোর সময় নাই
বিপদগ্রস্ত অসহায়ের আর্তনাদ
শুনার সময় নাই।
সততা নিষ্ঠা আদর্শ চারিত্রিক গুনাবলী নাই
নম্র ভদ্র বিণয়ের সুন্দর আচার ব্যবহার নাই
অথচ আমরা সকলেই চাই ভালো থাকি
অর্থ কড়ি উপার্জনের সহজ পথ চাই
ধোকা দিয়ে প্রতারণা করে কাউকে ঠকিয়ে
নতুবা আত্মসাৎ করে।


মানুষের মৌলিক রীতি নীতি ভুলে গিয়ে
সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভুলে গিয়ে
সম্পর্কের বাঁধনে জড়িয়ে থাকতে চাই
দিন শেষে ক্লান্ত পরিশ্রান্ত অবসাদ দেহ নিয়ে
একটু বিশ্রামের জন্য নিরাপদ আশ্রয় চাই
একটা পরিবার চাই সভ্য সুশীল একটা সমাজ চাই।
এই চাওয়া মানুষের মৌলিক অধিকার
অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা
সুস্থতার জন্য চিকিৎসা সেবা সুষসা
ভরসা করার মত পরামর্শমুলুক উপদেশ চাই
শিক্ষা চাই চাকরি চাই কর্ম চাই
জীবনের গন্তব্য খুঁজতে ঠিকানা চাই।
জটিল কঠিন সমস্যাগুলোর সমাধান চাই
অনুসরনের জন্য পথ পদর্শক চাই
মানুষ মানুষের জন্য বলতে চাই
অপরাধীর শাস্তি চাই সঠিক বিচার চাই
বর্তমান বাজারে অর্থের মাপকাঠিতেই
আমাদের সকল চাওয়ার মূল্যায়ন চাই।


ভালো থাকতে হলে ভালো মানুষ চাই
ভালো একটা পরিবার চাই সমাজ চাই
দেশ চাই জাতি চাই ভালো চিন্তা ভাবনা চাই
ভালো কাজ চাই মঙ্গল কল্যান চাই
আর এসব কি অন্যসব প্রাণীরা
মানুষের জন্য উপহার নিয়ে আসবে।
একজন উচ্চপদস্ত সরকারী কর্মচারী
কিংবা একজন শিল্পপতি সফল ব্যবসায়ী
দিনশেষে পরিবারে এসে ভালো থাকতে পারেনা
কিন্তু কেন ধনীর কি অর্থের কোন অভাব আছে
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের উচ্চাসনে বসা কর্মকর্তা
কারো কি যোগ্যতার কোন ঘাটতি আছে।
আল্লাহ ঈশ্বর ভগবান ঠিক করে দেবেন
মানুষের প্রয়োজনে মানুষকেই গুরত্ব বুঝতে হবে
যাদের নিয়ে বেঁচে থাকার স্বাদ হয়
যাদের নিয়ে স্বপ্ন আশা জাগে
যাদের ভালো রাখার জন্য চেষ্টার ত্রুটি নেই
তাদেরও ভালো মানুষ গড়ে তোলতে হবে।


আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে
কঠোর পরিশ্রম করে সময় ব্যয় করে
একটা পরিবার গড়তে হবে
সন্তানকে মানুষ করে গড়ে তোলে হবে
কথা কর্ম ব্যবহারের ভালো পথ খুঁজতে হবে
প্রেম প্রীতির বন্ধনে বিবেক জাগাতে হবে।
মনুষ্যত্ব বোধের মূল্যায়ন করতে হবে
স্বার্থ ত্যাগে মহান হতে হবে
অর্জনের লক্ষ্য নির্ধারণ করে মন্দকে বর্জন করতে হবে
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একত্র হতে হবে
পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হবে
ধর্মীয় বিভেদ ভুলে উচু নীচু ভেদাভেদ ভুলতে হবে।
ভালো থাকার একটা বলয় গড়তে হবে
ভালো মানুষকে জানতে হবে মানতে হবে
মানুষের মাঝে খুঁজতে হবে
নিশ্চয় এখনো ভালো মানুষ আছে
জীবন যাত্রার মান উন্নয়ন করতে হবে
স্বইচ্ছায় স্বদভাব থাকতে হবে।