জানতাম না প্রেম কারে বলে
    তুমি আমায় শিখালে,
মন প্রাণ সপেছি উজার করে
     পুড়ালে চিতার অনলে।
বিনিময়ে কাঁদালে দিবস রজণী
      সর্বনাশা প্রেমে দুর্গতি,
ব্যথা যন্ত্রণা কপালে প্রতিশোধ
      করেছি বলো কি ক্ষতি?


আমায় ভালোবাসো না বাস
      আমি ভালোবেসেছি,
দুঃখ কষ্টে তীব্র জ্বালায় শান্তনা
      তোমার নিকট চেয়েছি।
উপহাসের গঞ্জণা সইতে অন্তরে
      ভরসা হারিয়ে হই নিঃস্ব,
বুকে নিয়ে থাকতে চাই মহাসুখে
       তাইতো তুচ্ছ ভাবি বিশ্ব।


নিন্দার বদনামে কলঙ্ক প্রতিদান
        অবজ্ঞার ঘৃণা অবহেলা,
লোকসমাজে বিনাদোষে অপরাধী
        আঁখিজলে ভাসে ভেলা।
পাইতাম যদি শুধু করুণার অনুগ্রহ
      জগতে কভু কষ্ট পাইতামনা,
আদর যত্নে স্নেহ মমতার পরশ পেলে
       হয়তো এত নষ্ট হইতামনা।


তুমিতো মহান নামের অধিকারী
       মহীমার দানে নয় কৃপন,
আশার বুকে নিরাশার কষাঘাতে
       শুনিলে না করুণ রোদন।
সঞ্চিত প্রেমের আরতি হৃদয়ে আমার
       সন্তুষ্ট চিত্তে তুমি কর কবুল,
অভিমানে নির্দয় পাষাণী শাস্তি দিতে
        ক্ষমা কর যত জীবনের ভুল।