কি প্রেমে জড়ালে আমায় ও প্রাণ সখা,
অন্তরে গাঁথিয়া কভু বুকে দিওনা ব্যথা।
মৌবনের আকুল ভ্রমর গুঞ্জরণে বেড়ায়,
বউ কথা কও পাপিয়া বুলবুল নেচে গায়।।


মন বাগিচায় সুখের ধারায় বৃষ্টির ছন্দে,
ময়ুর নাচে পেখম মেলে পরম আনন্দে।
জীবনের সন্ধানে খুঁজেছি ভূবনে যারে,
জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি বারে বারে।।


জয় করে ভালোবাসা তবুও কাটেনা ভয়,
প্রাণের বিনিময়ে হারানো জাগে শংশয়।
হৃদয় আরশীতে হেরি অবুঝ এই হিয়া,
স্বপ্ন বিভোর আশাগুলো বাঁধি কি দিয়া।।


চোখের আড়াল জানি দূরে কোন সুদূরে,
পলকহীন নয়ন মনি বিচরণ দৃষ্টি জুড়ে।
কি যাদু করিলে সখা পিরিতি শিখালে,
বিচ্ছেদের বিরহ যাতণা পুড়ায় অনলে।।