বুকের গহীণে সঞ্চিত রাখা প্রেম,
ক্ষত বিক্ষত করে দিতেছে হৃদয়,
স্মৃতির আঘাত মস্তিস্কে রক্তক্ষরণ,
বেঁচে থাকা শুধু নিছক অভিনয়।


কতই সুন্দর জীবন স্বপ্নেরা বুনা,
সাজানো আশার আবির ছড়াতে
ভালোবাসিলাম কল্পণার ভূবনে,
কাছে এসে দিলে দুহাত বাড়াতে।


অচেতনে বিভোর ছিলাম তোমাতে,
পৃথিবীর সর্বত্র বিরাজমান রেখে,
চিরঞ্জীব প্রাণের সঞ্চালন ঘটাতে,
মাথা রেখেছিলাম এক নিথর বুকে।


কি করে ভুলিব সখা আঁধার তিথিতে,
বিরহী রজণী কাটিল তীব্র বেদনাতে,
সারা নিশি প্রভুকে যাচি মোনাজাতে,
ভোরের আলোয় তন্দ্রাহারা প্রভাতে।