অন্তরে ডুবেছিলাম যবে ভালোবাসার সন্ধানে,
কষ্টের নুরী পাথর সাজানো ছিল অতল গহীণে।
কুঁড়িয়ে নিয়েছিলাম তবুও সেসব অতীব যতণে,
গীত হার ভেবে গলে ধারণ করিতে সুখের স্বপণে।


বুঝিনি পাথর গলে কখনো হয় না কোমল নরম,
চূর্ণ বিচূর্ণ শত শত টুকরো আঘাত হানিল চরম।
হৃদয়ের তীরে জেগেছে বালির চর উত্তপ্ত বিষম,
মরুর বুকে নেই সজীবতা সতেজ শান্তির আশ্রম।


ভাবনার তরঙ্গ ভাঙ্গে মনের দুকূল জীবনের তীরে,
আশা হতাশা ব্যর্থতার পরাজয় হৃদয়ের নীড়ে।
ভয়াল মুহুর্ত আতঙ্কিত বাঁচা অন্ধকার চারিধারে,
শান্তণার দোসর রচেনি বাসর ভরসার অভিষারে।


হাবুডুবু খেয়ে জলপ্রপাতে উজানে ভাসাই ভেলা,
ভাটির টানে বিপরিত পানে ভালোবাসার মেলা।
শ্মশাণ ঘাটে চিতার অনল দহণে নিঃশেষ কয়লা,
বুকের পাঁজর মৃত শব তিলক চন্দণে নিত্য জ্বলা।