নিন্দার অপবাদে তিরস্কারের তীব্র জ্বালা নিত্য সয়ে,
বুঝেছিলাম ভালোবাসার মানে বিশ্বস্ত পবিত্র হৃদয়ে।
বিচ্ছেদের তীব্র যন্ত্রণা নিয়ে অতৃপ্ত আকাঙ্খা বুকে,
বুঝেছিলাম ভালোবাসা নেই ভোগে রয়েছে ত্যাগে।
অন্তরের করুণ কান্নার জল প্রবাহিত সপ্ত সাগর নদী,
বুঝেছিলাম ভালোবাসার অধিকারে নেই কোন দাবী।


ভালোবাসা চাইবার বস্ত নয়।
ভালোবাসা কভু চাইতে হয়না।
ভালোবাসা চুক্তিপত্রের শর্ত নয়।
ভালোবাসা কেনা বেচা হয়না।
ভালোবাসা লাভ ক্ষতির নয়।
ভালোবাসা হিসাব কষে হয়না।


গন্তব্য ঠিকানা অজানা তবুও পাড়ি দিতে হাটে দূর সীমানা,
জীবনের লক্ষ্য বাঁচিবার অধিকারে দিন দিন বাড়ে দেনা।
অতলে ডুবিল না স্রোতে ভেসে পেল তীরের সন্ধান,
আপন অস্তিত্ব বিসর্জনে খুঁজে বেড়ায় কার মঙ্গল কল্যাণ।
নীলগিরির উঁচু চুঁড়ায় শ্বেত পাথরে নির্মিত সুখের মহল,
ভালোবাসার এমনি পথচলা অনাবশ্যক হৃদয়ে দখল।