এখনো আসে নাই যে ভালোবাসার পথে,
কোথায় খুজি দিবস যামী আমার জগতে।
একেলা অপেক্ষায় অধীর মন বাতায়নে,
শুনিয়াছি তাহার চরণ ধ্বনি ঐ দূর পানে।


ছায়া স্বরুপ কোন সুদুর রয়েছে আড়াল,
আমারে করিয়াছে কেন পথের কাঙ্গাল।
মরিচিকার দেশে যেন আজন্মকাল হতে,
অচেনা শ্যাওলা ভাসে ক্ষীণ মৃদু স্রোতে।


আসিতে পারিত যে জন কোন অভিমানে,
কার লাগি সে কভু এলোনা এই জীবনে?
বিশ্বাসের রথে চড়ে আসিত একবার যদি,
অফুড়ন্ত সুখের দোলায় বহিয়া নিরবধি।


অনন্তকালের তৃষিত চাওয়া পিছনে ফিরে,
আশায় রয়েছি তবুও নিরাশার ভাঙ্গা তীরে।
আমারে বাসিলে ভালো নিশ্চয় আসিবে সে,
প্রেমের বিরহ জ্বালায় মিলনের অবশেষে।