কেমন করে বাঁধলে তুমি আমার হৃদয়ে,
রশি দিয়ে শিকল দিয়ে নয় হাতে পায়ে।
পোষা পাখির মত তুমি কর কেন যতন,
আঘাত অপমানে আবার কঠোর শাসন।


মুক্তি নিয়ে যেতে পারি এমন সাধ্য নাই,
তোমার দয়া কৃপা গুনে ঘুরি ফিরি তাই।
কাঁদলে তোমার ভাল লাগে হাসলে রাগ,
দুঃখ কষ্ট জ্বালায় তুমি নাওনি কভু ভাগ।


তোমার মাঝে হারিয়ে আমি নিত্য বেহুশ,
আশা ভরসার শান্তনা নেই কোন আপোষ।
এ কেমন ভালোবাসা তোমার আমার প্রেম,
অধিকারের ফনা তোলে বিঁষে ভরা শ্যাম।


সুখের আশায় প্রহর গুনে আঁখিতে স্বপন,
সপে দিলাম অজান্তে আমার জীবন মরণ।
দুজনার অঙ্গিকার ছায়া কায়া জোড়া ভাগ্য,
পিরিতি কলঙ্ক মালা একাই আমার প্রাপ্য।