মন ভাঙ্গা মোর হৃদয় ভাঙ্গা
ভাঙ্গা এই অন্তর,
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
ভাঙ্গা আমার ঘর।



মিছে আশায় গড়ি আমি
স্বপ্ন ভাঙ্গা জীবন,
বিশ্বাস ভাঙ্গা অন্তর আমার
সাজাই চোখে ক্রন্দণ।
বিধির কলম ভাগ্য লেখায়
ভাঙ্গে সুখের আঁচড়,
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
ভাঙ্গা আমার ঘর।



আঁখি জলে উজান ভাঙ্গে
জীবন নদীর কুল,
কত জনে ভালো বেসে
ভাঙ্গে প্রিয় ফুল।
দুঃখ কষ্ট সখের আঘাত
ভাঙ্গে বুকের পাঁজর।
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
ভাঙ্গা আমার ঘর।



মন ভাঙ্গা মোর হৃদয় ভাঙ্গা
ভাঙ্গা এই অন্তর,
বুকটা আমার ভাঙ্গা বাড়ি
ভাঙ্গা আমার ঘর।