প্রকাশে গোপনে মানুষ ভিতরে বাহিরে
ইহকাল পরকাল কয়জন বুঝিতে পারে
আপন কথা যখন কেউ বলিতে ব্যকুল
বিশ্বাস অবিশ্বাসের মাঝে হয়েছে চঞ্চল
আপন ইচ্ছাতেই যখন শুনে কারো কথা
সত্য মিথ্যার আড়ালে বুঝতে গেলে বৃথা


নিজেকে প্রকাশিতে যে ভিতরে দিদ্ধা দন্দ
সে কিন্তু খুঁজে বেড়ায় মানুষের ভালো মন্দ
সামনে দাড়িয়েই ভাবে কে আপন কে পর
বাহিরের রুপ দেখে ভিতরের পায়না খবর
সম্পর্কের সুত্র ধরেই দায়িত্ব কর্তব্য পালন
অধিকারে বঞ্চিত হয় সকল আত্মীয় স্বজন


লেনদেন বিনিময়ে লাভ ক্ষতি করে হিসাব
ভিতর থেকে বাহিরে মানুষের চরিত্র স্বভাব
অসহায় দুর্বল কেউ নম্র ভদ্র বিনয়ের সাথে
কেউ আবার শক্তিশালী জোরে ছিনিয়ে নিতে
কেউ গড়ে বন্ধু রুপে কেউ আবার শত্রু গড়ে
স্থায়ী অস্থায়ী দুজনের সম্পর্ক হয়না চিরতরে


ক্ষুধা তৃষ্ণার অনুভুতি আপন হৃদয়ে যন্ত্রনাময়
ক্ষুধার্তকে সাহায্য করতে তবুও মনের শংশয়
রোগ ব্যধির অসুস্থতা সেবা যত্ন বড় প্রয়োজন
পছন্দ অপছন্দ রুচির মাঝে দয়ালু নাকি কৃপন
বিরক্তির উগ্র মেঝাজ রাগান্বিত আচার ব্যবহার
শান্তি সুখ নষ্ট করে সম্পর্ক সকল ভাঙ্গা গড়ার


মানুষ শুধু নিতে জানে দিতে জানেনা কাউকে
ভেজালমুক্ত মানব জীবন খুঁজেনা কেউ বিবেকে
আবেগ প্রবন মায়া মমতা প্রশয় দিয়েছে যারা
আদর সোহাগ উজার করে দোষ ত্রুটি ক্ষম করা
শ্রদ্ধা ভক্তির আদর্শকে কেউ চায়না পুঁজি মুলধন
আপনাতে বিভোর হয়ে চাওয়া পাওয়া হল মরন