চাইছি আমি তোমায় পেতে
       তুমি গেলে দুরে
আড়ালে ইশারায় ডেকে তুমি
      কাছে এলে ফিরে।
পাবার আশা জাগ্রত আমার
      গেলাম ছুটে আবার,
শূণ্য হাতে ফিরিয়ে দিতে বুঝি
      আনন্দ হয় তোমার।


ধৈর্য্যশক্তি বৃদ্ধি করে পুণঃরায়
        মিনতি জানাই যত,
দুঃখ কষ্টের অপমানের আঘাতে
       অস্থির রাখো অবিরত।
ব্যথা বেদণা তীব্র যাতণা ভুলিতে
     শান্তণা পেতে হই নত,
প্রবঞ্চনার গঞ্জণা তিরস্কার উপহার
     বঞ্চিতের বাড়ালে ক্ষত।


অবুঝ হৃদয় আমার বুঝেনা কিছু
    নির্লজ্জ বেহায়ার মতন,
শক্তি সাহস সঞ্চিত পৃষ্টপোষকতা
     তোমারে করিব স্বরণ।
তুচ্ছ তাচ্ছিল্যে অবহেলার জীবন
      চাইছি আশ্রয় গ্রহণ,
দয়া করে দাওগো ঠাই অধমকে
     সেবিতে পবিত্র চরণ।


মহাধনে ধনী তুমি জগত বাদশা
      অফুড়ন্ত ধনের ভান্ডার
কাঙ্গাল ভিখারী তোমার দরবারে
       হাত তোলে বারবার।
করুণার দানে কেন কৃপণতা স্বভাব
       মহীমা তবুও অপার
জ্বালা যন্ত্রণা করুণ আর্তনাদে কভু
     ভুলিব না নাম তোমার।