আজকাল থেমে যায় সময়, সময়ের ভাজে
খোঁজে নীড়, তার নিশ্চুপ আলাপের পর
ক্লান্ত বিকেলে, হাঁটু অবদি লেগে যাওয়া
ভ্রান্তির ধুলো কিংবা অপবিত্র কালি!
তবু দৃষ্টি, তার নুয়ে পড়া দৃষ্টিতে আসে না।


কেঁপে ওঠে সময়, তার সময়ের তাড়ায়
ওরা কিংবা তারা ছুটে যায় সময় ছুঁতে
পিছু ফিরে তাকানোর সময় তো কারো ছিলও না কোন কালেই।
ওরা যে ধর্ষক, সময় আর তার সৃষ্টির!
ওদের অস্তিত্বে মহাকালের আজন্ম অভিশাপ, ‘ওরা ধ্বংস হোক।’


কেবল মাত্র দোষারোপেই সব হয় না
‘অপরাধবোধ’ নামক ছোট্ট শব্দই সব ছাড়িয়ে নিতে পারে না।
শাস্তি? ছুড়ে ফেলতে হবে ওদের ইতিহাসের আস্তাখুড়ে।


ওদের ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দৃষ্টিতে
বারে বারে লজ্জিত হয় বিবেকবোধের আত্মসত্তা-
‘আত্মজ’ সময় ছিল যার।


এক পৃথিবী উপহাস আর বিদ্রুপের চোখের ঘৃণা
আজকালকার ক্লান্ত বিকেলের সময়ের ভাজে
ঝরে পড়ে ইতিহাস,
কালো ইতিহাস! ওদের আদ্যোপান্ত, অস্তিত্বে।


তবু যে ওদের লজ্জা হয় না।