যখনই বুঝি আজ মন ভালো নেই
    তখনই ভায়োিলন হাতে নিয়ে
  চলে যাই রনকনকোমা লেকের ধারে ..
চোখ বন্ধ করে, মনের আবেগে
             বাজাতে থাকি ....
  মনের মধ্যে চলতে থাকে
       অশান্তির দামামা ...
কিন্তু একি আমার ভায়োলিনের
   শব্দ কেন শুনতে পাইনা ...
   মন পড়ে যায় তখুনি
ভায়োলিনতো কখনও
     বাজাতে শিখিনি ....
তাহলে শব্দ আসবে কোথা থেকে
নিজের মনে নিজেই হাসি
  ভাবতে থাকি ধ্যাত
ভায়োলিন কে বাজায়....
ঠিক সে সময়ে মনে পড়ে
  আঙুর ফল টক ....
আর কিভাবে জানি
নিজের অজান্তেই
   ভালো হয়ে যায় মন .