আলোক শিখা, আলো ছড়াবে
শিক্ষা আর জ্ঞানের আলো
আলোক শিখার আলোর ছোয়ায়
মন্দ লোকেরাও হবে ভালো।


আনাহারী, বস্ত্রহীন আর নিপীড়িত
থাকবেনা এ ধরায় আর কেহ
আলোক শিখার আলো মেখে
সম বন্টনে হবে সবে  উৎজিবিত।



আলোক শিখার প্রতিটি প্রান
যেনো একেকটা মোমবাতি
আলো দিয়ে যায় নিজে জ্বলে
এগিয়ে নিতে বাঙালি জাতি।


শীত কালে শীতের পোষাক
বন্যায় খাদ্য উপকরণ
ছিন্নমূল আর প্রান্তিক মনুষ্য তরে
স্বেচ্ছাশ্রমে করছে ওরা বিতরণ।


আলোক শিখা দিচ্ছে আলো
সবে মিলে গায়ে মাখি চলো
হয়ে যাই প্রত্যেকে আলোক শিখা
আমরা প্রত্যেকেই আলোক শিখা।।