রাতের নিবিঢ়তা, ঘ্রাস করছে আমায়,
চারপাশে অন্ধকারের কেমন এক তীব্রতা
একপাশে অনেক গুলো মোমের আলো,
আমি একা আর আমার নির্ঘুম রাত।


আমি ভিতরে ভিতরে কতো রকম করে পুড়ে যাই
কিন্তু কখনো নিঃশেষ হইনা।
ভাবনার অতলে হারাই,
কেবল মনে পড়ে মায়াকাড়া কাজল কালো চোখ।


চারপাশে অপার শূন্যতা, বিষন্ন এই মন,
অন্ধকারাছন্ন সময় অদূরের মধুর কোন সুর
বিষন্ন সুরে বাজে-এই মনের আঙিনায়।


একাকীত্বের কেমন যেন তোলপাড় করা এক যন্ত্রণা
আমার আর তোমার এলোমেলো মনের
তীব্র এক অভিমান।


অবচেতন মন, শূন্যতায় ভরা হৃদয় আকাশ,
আমার অবিরাম একাকী তুমিহীন সময়।
তোমার হাত ছুঁয়ে আমার হাত রাখা হয় না।

কেবল মোমবাতিই জ্বলে না
সেই সাথে জ্বলে যাই আমিও।
প্রহর শেষে তুমি কখনো আসো না
আমার নিরবতা ভেঙে।  
তোমায় কেবল মোমের আলোয় চাই না,
চাই আকাশ ভেঙে পড়া জোছনার আলোতেও।


যতো অভিমান,  যতো অভিযোগ
ভেসে যাক পদ্ম কোমল ঊষ্ণতায়,
তোমার গোলাপ রাঙা অধরের ছোঁয়ায়,
স্পর্শের পূর্ণতায়।