আলোক শিখা আলোক শিখা
আমরা সমাজের আলোক শিখা
আলোক শিখা  আলোক শিখা
বাঙালি জাতির আলোক শিখা।


কাধে কাধ মিলিয়ে হাতে রেখে হাত
কাধে কাধ মিলেয়ে, হাতে রেখে হাত
সমাজে আনবো নতুন প্রভাত
দুঃখ হবে দূর, এক সোনালী ভোর
ছিনিয়ে আনবে আলোক শিখা। (ঐ)


শিক্ষার আলো ছড়াবো মোরা
শান্তি আসবে ঘরে ঘরে
অনাহারে থাকবেনা কেহো
ববস্ত্রহীনে বস্ত্র দিবো
শান্তির প্রতীক মোরা আলোক শিখা। ( ঐ)


প্রান্তিক মানুষ নামে থাকবেনা কেউ
থাকবেনা আর দুঃখি জন
বন্যার্ত বলে থাকবেনা কেউ
থাকবেনা আর কোনো দোষি মন
অহংকারের দেয়াল ভেঙে দিতে
সমাজে এসেছে আলোক৷ শিখা। ( ঐ)


আলোক শিখা  আলোক  শিখা
আমরা সমাজের আলোক  শিখা
আলোক শিখা আলোক শিখা
আমরা সমাজের আলোক শিখা।