তুমি হঠাৎই পাশে এসে দাড়ালে
ঠোটে জাগলো হাল্কা হাসির আভাস
মনের ভিতরের আকাঙ্খা প্রকাশ পেলো-
তোমার নিষ্পাপ হাসির আভায়।


বড়ই মধুর সে ক্ষন
বা হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন
যেনো প্রান খুলে হাসতে চায়
ক্লিক ক্লিক শব্দে সেলফি উঠাতে চায়।


যুগলবন্দী আমরা বন্দী হলাম সেলফিতে
প্রথম সেলফি, সেই সাথে তুমিও
প্রথম বারের মতো আমার বাপাশে
সেলফির ফাকে দু'জনের ঠোটেই হাসি।


বড় মোবাইলটার স্থান হয়না বুক পকেটে
বুক পকেটখানি হৃদয়ের ঠিক উপরেই থাকে
হৃদয়ে যার অবস্থান, তার হৃদয়ে জায়গা হয়না
আবারও ঠোঁটে ফোটে উঠে বেদনার হাসি।