কি লাভ তব লেখাপড়ায়,
চাকরি কোথায় বল?
স্বাক্ষরতা শিখিয়া কেবল
মজুর খাটিয়া চল।


স্নাতকোত্তর পড়িয়াও দেখ্
বেকার রহিয়াছে যত
সংখ্যালঘু কোটাধারীর ভীরে
হারাইয়াছে মেধাবি শত।


'শিক্ষিত' হইয়া কি করিবি?
রিক্সা চালাইয়া খাবি!
ঝুলিতে তোর কোটা নাই বাপু
'বেকার' উপাধি পাবি।


কলম ছাড়িয়া, কোদাল লইয়া
মাঠে খাটিয়া খা,
মায়ের মুখে 'ভাত' তুলিয়া দিয়া
বেহেশত চলিয়া যা।