একদিন সব হারিয়ে যাবে
আমিও লুকিয়ে যাবো, তলিয়ে যাবো,
নিমজ্জিত হবো অতল অন্ধকারে,
কেউ খুজবে না, খুঁজে পাবে না।


কেউ নই আমি
নই তোমাদের, নই তোমার
কিছু ছিলাম না, হতে পারিনি।


শুন্য থেকে আগমন আমার
মহাশুন্যেই হারিয়ে যাবো,
তারপর ফিরে আসবো না
কোনোও এক মাঘী পূর্নিমায়!


মহাকালের অনন্ত কালে-
অপরিচিত এক কাল আমি
আমি নই পরিনত
নই পাস্তুরিত ভবিষ্যৎ।


আমি ছিলাম না,
ধরে রাখবেন আগামী আমাকে,
কারোও বেচে থাকার অবলম্বন নই আমি,
ছিলাম না কারো আশার আলো।


কারোও ভাবনায় নেই আমি
কেউ না জানুক প্রস্থান সংবাদ,
চলে যাবো
রেখে যাবো সকল অপবাদ!