অগ্নিঝরা মার্চ মাস-
সবার হৃদয়ে ভাসে,
মাসটি আজও স্মরণীয়-
বাঙালির ইতিহাসে।


মার্চ মাসের সাত তারিখ-
উনিশ শত একাত্তর,
স্বাধীনতার ডাক দিয়েছেন-
শেখ মুজিবর।


যুদ্ধ শুরু এই মাসে-
পাক বাহিনীর সাথে,
বীর বাঙালি যুদ্ধ করে-
সকাল সন্ধা রাতে।


ন'মাস ব্যাপী যুদ্ধ শেষে-
রক্ত দিয়ে এক সাগর,
বিজয় আসে এই দেশে-
ষোলই ডিসেম্বর।