রাতভর জেগে থাকা দু'টি চোখে ঘুম নেই
এক রুমে আড্ডা আর যেনো রুম নেই!
স'বে মিলে কার্ড খেলা আড্ডা আর মস্তিতে
রুম দেখে মানতে হবে আছি যেনো বস্তিতে।


মাঝরাতে হুড়ুহুড়ি, চেচামেচি, চিৎকার
কার প্লেটে কে খায়? কার প্লেট পরিষ্কার!


প্রতিরাতে ঘুম আসে তিনটে কি চারটেতে
সকালের নাস্তা খাই এক থেকে দেড়টাতে!
দুপুরে খেয়েছি কবে? উত্তরটা মনে নেই
ব্যাচেলর বলে তাই সব কিছু মেনে নেই।


মাস প্রতি তেরো দিন- বুয়া থাকে অসুস্থ!
অখাদ্য রেধে খাই স্বাদে তব পোস্ত।


চুরুটের শেষাংশে কৌটটা ভরে রোজ
নিকোটিনে স্বাদ পাই, ভরপেট হয় ভোজ।
ব্যাচেলর অভিশাপ, বাসা ভাড়া নাহি পাই
হরবেলা ডাল খাই, জীবনের মানে নাই।।