বদলে গেছে প্রকৃতিতে
ঘাস, লতা-পাতা, তরু
বাংলা সনের প্রথম দিনে
বর্ষবরন শুরু।


এই দিনটি পহেলা বৈশাখ
সব বাঙালিই জানে,
এসো দিনটি বরন করি
আনন্দে, নাচে, গানে।


রং মেখে সং সাজবো
করব অনেক মজা,
পান্তা ভাতে মেখে খাব
আস্ত ইলিশ ভাজা।


আজকে খাব পান্তা ইলিশ
বসে গাছের ছায়ায়,
শত উল্লাশেও কষ্ট মনে
চৈত্র বিদায় মায়ায়।