দুজনে কাছাকাছি, আশেপাশে কেউ নেই
যদি চাও খানিকটা সময়, আমার দ্বিমত নেই।


ক্ষানিকটা এগিয়ে গিয়ে, লোকালয় ছেড়ে
নিরবতার ভীড়ে, উষ্ণতায় আমত নেই।


অন্ধকারের চরিত্রহীন আমি, নোংরা শব্দ আবেগে
মর্ত্যের বুকে মত্ত হতে কভু ভিন্নমত নেই।  


অশালীন আবেগের তীব্রতায় যদি কাছে টেনে নাও
তোমার উলঙ্গতায় আমার অমত নেই।


তুমি বললে-বস্ত্রহীন খেলায় মাততে চাই
যদি দেখি এ নির্জনতায় আর কেউ নেই।