হেমন্ত বিদেয় হয়, আসে শীত
লঘুশীত চুপচাপ হেটে যায় অনাহারী গ্রামে
উপবাসী সব উঠোনের কোনে কোনে
জীর্ন পোষাকে আগুন পোহায়
কফ জমা মজদুর হাপানিতে বুক টানে।


ঘন কুয়াশার রাত ক্রমেই বড় হয়
আজন্ম অভাবীরা জুবুথুবু হয়ে যায়,
এদের নবান্ন নেই, তাপঘর নেই
রোগে পথ্য! সে কল্পনাতেই থেকে যায়।


রাজ্যের ক্ষুধা যেনো ওদের উদরে
গতরের উষ্ণতায় পেট ভরেনা।
উদরের উমটুকু বেচে দেয় চাতালে,
উম পিষ্ট হয়ে যায় দাদনের জাতা কলে।