আর কোনো কবির জন্ম হবে না এই দেশে,
হে সোনার বাংলা আর কতো রক্ত চাই তোমার?
উনসত্তুরে আসাদের শার্ট রক্তে ভেজালে,
একাত্তরে তোমার পিপাসা আরোও বেড়ে গেলো,
৩০ লক্ষ তাজা প্রান গিলে খেলে,
ছিনিয়ে নিলে তোমার মেয়েদের সম্ভ্রম!


আর কত্ত পিপাসা তোমার বলতে পারো?
আর কতো প্রান নিলে কবিদের কলমে শান ফিরিয়ে দিবে?
আর কতো প্রান নিয়ে বিচার বিভাগে স্বাধীনতা দিবে?
বলতে পারো?


জানি তুমি বলবে না, তুমি শুধু নিতে জানো
হে বঙ্গভুমি, তুমি দিতে শেখোনি!
পচাত্তরে তোমার বন্ধুর রক্তে সিড়ি ভেজালে
ভেবেছিলাম এবার বুঝি রক্ত পিপাসা নিপাত যাবে
যায় নি! তোমার পিপাসা শেষ হবার নয়।
রক্তের হোলি তোমার অভ্যাসে পরিনত হয়েছে!


জাতীর বিবেকগন আজ রুদ্ধবাক
স্বাধীন মত প্রকাশে তোমার এতো চুলকানি কিসের?
বলতে পারো জন্মভুমি?


অভিজিৎ, বিশ্বজিৎ, তনু, ফালানি আর কত্ত প্রান চাই তোমার?
বলো বঙ্গমাতা, তোমার পিপাসা নিবারনে নিমিত্ত
তোমার জাতি, শত আবরার প্রস্তুত মোরা
বাক স্বাধীনতার তরে, ওহে প্রিয় মাতৃভুমি।