কিরে পাখি কার সুরে গাস?
এতো কেন নেচে বেড়াস?
মুক্ত আমি স্বাধীন আমি।
মুক্ত আকাশ স্বাধীন বাতাস।


কোথায় পেলি?


শত অশ্রুর ফলে,ত্যাগের বলে।
স্বাধীন আমি মুক্ত ডানা,
কারো বঁধা আর মানি না।


আমিও  স্বাধীন
মুক্ত বাতাস আমারও লাগি,
খোলা মনে পাখির সনে
আমিও জাগি।


কে দিলো মোরে স্বাধীনতা?
কে দিলো মোরে মুক্ত হবার এ পূর্নতা?


এ তো দিয়াছে ৩০ লক্ষ ঝরে যাওয়া প্রান,
এ দিয়াছে বিনিময় দিয়া ৩ লক্ষ মায়ের সমভ্রম


এ তো আসিয়াছে কোটি ত্যাগে ভর করিয়া,
এ তো আসিয়াছে ৫২'র হাত ধরিয়া।


এ তো আসিয়াছে ২৫মার্চের মধ্য রাতে,
এ তো আসিয়াছে ডিসেম্বরের ১৬ হতে।।।।।