শহরের ইট পাথরের জঞ্জাল মাড়িয়ে
আদালত ভবনের পাশ ঘেষে বয়ে চলেছে
মৃত প্রায় ব্রহ্মপুত্র,
নগর পিতার উন্নয়নের গর্বিত অংশ হিসেবে
বহমান ব্রহ্মপুত্রের পাড় ঘেষে দাড়িয়ে
জয়নুল আবেদিন পার্ক


বিকেলের অবকাশ জাপন হয় এই পার্কেই
মাঝেমাঝেই প্রিয় নদের বুক চিরে
ওপাড়ের বুনো ঘাসের চড়ায় চড়ুই ভাতি
ও যেনো, নগরায়নের যুগে একটু বেশীই আদিম্যতা
প্রকৃতির বুকের স্পর্শ পাওয়ার আর একটু তীব্র প্রয়াশ


(চলবে.........)