অসভ্যতার অনেক কাছে থাকি আমি,
ভালো আবেশের খুব নিকটেও রই আমি,
যন্ত্র শরীর মন্ত্র পড়ে হয়ে পড়ে অশ্লীল, অসভ্য আমি।
নারী, স্বপ্ন, অর্থ, ক্ষমতা চরম এসব  প্রার্থিত বিষয়ের খুব কাছে আমি,
কাছে টানে অবচেতন মনকে,
কেন সাড়া দেইনা আমি !?
জানি না আমি, কিচ্ছু বুঝি না আমি !
কিচ্ছুর লোভ জাগে না।
কারো সামান্য বাজে মন্তব্যে অসংযত আমি! প্রতিভাহীন কবি আমি,  
নিরব আমি,
সুরের কাছে সুরহীন আমি, স্বপ্নের কাছে স্বপ্নহীন আমি,
ত্যাগের কাছে অর্থহীন আমি,
গন্তব্যে নিশ্চিত নয় আমি,  অনেক প্যাঁচানো, ঘুরানো, কর্দমাক্ত, ভঙ্গুর চিন্তা সড়ক, রোদের দেখা আছে তবে তীব্র সে উষ্ণতা,
হেঁটে যাই আমি , আমি হেঁটে যাই,
তবুও আমি হেঁটে যাই!  
এভাবে করে প্রতিটি দিন কেটে যাই…..
এমন কেন আমি!?