আঠারো বছর বয়স হারেনি কভু
নেমেছে যে সংগ্রামে,
কাপুরুষ নয় যে তারা প্রানের ভয়ে যাবে থেমে।
৫২র ভাষা সংগ্রামে পড়েছিল ঝাঁপিয়ে---
৭১ এ মুক্তিযুদ্ধে অগ্নি -তুফান হয়ে ;
তুফানের গর্জন থাকবে যতক্ষণ তারা অশান্ত,
সত্য -ন্যায়ের সংগ্রামে তারা হয়নি কখনো ক্লান্ত ।


আঠারো বছর বয়স মানেই তারা
দাবি আদায়ে সংগ্রামী,
অন্যায়ের প্রতিবাদ ই যেন এই বয়সের পাগলামি।
সর্বদাই করে তারা সুস্থ ভাবে বাঁচবার লড়াই---
বিনাশ করতে আছে যত সব ক্ষমতার বড়াই;
কোন কিছু হারাবার ভয়ে নয় যে তারা কখনোই ভিরু!
নির্ভীক চিত্যে নিষ্ঠার পথে সংগ্রাম করে দেই শুরু।


আঠারো বছর বয়সে তনু বল -মনো বল
রই বহুক্ষণ,
সত্যের অভিযানে সংগ্রামী হয় তারা আজীবন ।
কাপুরুষের মত থাকে না কেউ ঘরে---
নারী - পুরুষ সকল বৈষম্য দুর করে;
যখন প্রতিদিন ছাত্রীরা অত্যাচারিত রাস্তার ধারে,
সবাই একএ হয়ে শব্দবোমায় প্রতিবাদ শুরু করে।


আঠারো বছর বয়স করে না
কারো কাছে মাথা নত,
বাঁচলে বাঁচবে,  মাথা উচু করে বাঁচার মত।
বিশ্ব মানবতা হচ্ছে দিনে দিনে বিলুপ্তপ্রায়---
সমস্ত জনমানব দুর্দশাগ্রস্থ সর্বহারা হয়ে যাই ;
সমাজের বুকে জুলুমবাজেরা রাজত্ব শুরু করে,
.অতঃপর, আঠারো বছর বয়স বারবার আসুক ফিরে।