ব্যস্ত নগরীর রাজপথে দাঁড়িয়ে
     বেজে উঠেছে প্রণয়ের শেষ বাঁশি,
আজ ম‌নের কো‌ণে জমা মেঘগু‌লো
     বড্ড বে‌শি অভিলাষী!
কখনো রা‌তের বিষাদময় অন্ধকারের সুখগু‌লো
    চাঁদের অা‌লো‌তে দেখা পাই,
কিংবা নগরীর নিয়ন অা‌লোর ঝাপসা ফ্রে‌মে
    দেখ‌তে বেশ গুমট অতৃপ্ত সুখ পাওয়া যায়!


আজ বিশ্বাসী ভেঙে দিয়েছে চিরস্থায়ী প্রতিজ্ঞা,
প্রা‌প্তিটা ছু‌তে যে‌য়ে দেখ‌েছি সবই ম‌রি‌চিকা!
      তাই হারিয়ে যাচ্ছে আপন ঠিকানা,
      পাল্টে যাচ্ছে চেনা পরিচয়,
তবুও নিরাশ চোখ, চেয়ে আছে অন্তিম ভালবাসায়,
গাঢ় রক্তাক্ত অন্তর বিষাক্ত যন্ত্রনার সুখ নেই
দুঃখ ‌বিলাশ ক‌রে,
নিরাশা নামক বি‌ভী‌ষিকায়!
(অসমাপ্ত)