ভালোবাসার বলয় কেবলই
আমায় সুরক্ষিত করে,
আমি সততই নিরাপদ, হাসি আনন্দলোকের ওপারে।
আমি ভেঙে ফেলেছি
তোমাদের সকল প্রত্যাখ্যানআলয়,
এখন আমায় ঘিরে অজস্র ভালোবাসা আর মমতার বলয়।


সে বলয় ঘিরে বাবা-মায়ের দোয়া
ভাই-বোন, শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা হাসে,
তাই তোমাদের যত ঘৃণা নিস্ফল কাঁদে
আমার দুয়ারের পাশে।  
যপিত জীবনের অপমান উহ্য করেই বিভোর থাকি কবিতার খাতায়,
যেখানে বিস্তৃত আমার ভাঙ্গা গড়া পৃথিবী প্রতিটি
অসজ্জিত পাতায়।
আমাকে স্পর্শ করার সার্ধ নেই তোমাদের জোট বাধা প্রতিহিংসার কাছে,
ঘৃণাদের নিক্ষিপ্ত বাক্যবাণ উপেক্ষার সমস্ত রসদ
আমার মজুত আছে।


ভালোবাসা কেবলই ভালোবাসা গ্রহণ করে
পরম যত্নে,
ব্যার্থ আমাকে উপেক্ষিত, নিস্ক্রিয়, কলংকিত বানাতে
যা আয়োজন করো সংগোপনে।
মহাবিশ্বের মত বিপুল ভালোবাসার বলয় পেড়িয়ে কিভাবে আমায় ছুঁবে উপখ্যান,
তবুও আজন্ম অধিকার দিলাম তোমাদের করো দেখি আমাকে প্রত্যাখ্যান!!!