সড়ক হলো জীবনের পথ সবাই তার পথিক।
সম্মুখ পানে ছোটে সবাই ঝেড়ে ফেলে অতীত।
কত মানুষের কত স্বপ্ন,হঠাৎ কী যে হলো!
স্বপ্নের সেই জাল বোনা যে বন্ধ হয়ে গেলো।
জীবনের সেই স্বপ্নজাল আজ ছিঁড়ে হলো ফানা-ফানা।
কোথা থেকে এক গাড়ী এসে যে ঘটাল দুর্ঘটনা!


গাড়ীর চাপায় পিষ্ট হয়ে অনেকেই গেল মরে।
কেউবা আবার হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে।
পঙ্গু হয়ে বেঁচে থাকে যে,অনেক কষ্ট তারও!
তার চেয়ে সে মৃত্যুটাকেই ভাবে অনেক শ্রেয়।


পিতার কোলে শিশুর লাশ আর শিশুর সামনে পিতার।
অকালে যে প্রাণ হারালো কী বা দোষ ছিলো তার?

বেপরোয়া গাড়ী চালক আজ কেড়ে নিল যাদের প্রাণ,বাঁচার কী তাদের অধিকার নেই?
শুধু অকাতরে দিবে প্রাণ?


আর কত হবে মৃত্যুর মিছিল,ভয়াবহ হবে সড়ক?
সড়ক যেন হয়ে গেছে আজ আয়ু বেঁচবার আড়ৎ!
সেই আড়তে বেঁচতে হচ্ছে অল্প মূল্যে প্রাণ,
যার কোনো নেই বাহ্যিকতা;রয় না কোনো মান।


শত শত যে তরুণ প্রাণ আজ দুর্ঘটনার বলী!
রুখতে তাদের অকাল মৃত্যু;আসুন কণ্ঠে আওয়াজ তুলি।
কঠোর হোক সব আইন ও কানুন শাস্তি পাক সবাই।


আজ একটাই মোদের প্রাণের দাবী;
চাই! নিরাপদ সড়ক চাই!