মনে আছে কি তোর বলেছিলি সেদিন,
"আমি তোর হতে পারি যদি ছেড়ে দিস সিগারেট..."
অচেনা ভাইরাসে ধমনী বাইপাস এ
ফুসফুসে জমে ওঠে কালশিটে রক্তের শেড


আজ এতদিন পর যখন, তোর কথা ভাবতে বসি
দেখি তুই আর নেই পাশে আছে সিগারেট সেকি!
আর ধোঁয়া হয়ে উড়ে যায় জমে থাকা পুরোনো রাগ
মাঝে মাঝে ভাবি আমি, ঠিক আছে যা গেছে তা যাক
আগে ভাবতাম না এখন নিজেই বুঝি
এই বেশ ভালো আছি তোকে শুধু ধোঁয়ায় খুঁজি


তোর কথা ভেবে রাত জেগে জেগে
বেড়ে গেছে দ্রুততায় ব্লাড প্রেশারের রেট
এহেন সংকটে ছুটেছি রং রুটে
খুঁজে নিতে সস্তায় সান্ত্বনার বাজেট


জানিনা কোনটা ঠিক, বুঝি না কে সঠিক
আমি ছেড়ে দিতে চাই তবু আমায় ছাড়ে না সিগারেট