অসতর্ক আদর স্পর্শকাতর লাগবেনা থাক
প্রতারিত ঘোর যুদ্ধ আসর স্থিত সন্ত্রাস
ঘরে সাদা মেঘ ধোঁয়াটে আবেগ একা পুড়ে ছাই
আত্ম হনন রক্ত ক্ষরণ আর কিছু নাই


এরই মাঝে রোজ আসামির খোঁজ হাতে পিস্তল
জানিনা কবে শূন্য হবে শত্রুর দল
এসবই প্রহসন তবুও প্রয়োজন প্লট তোকে চায়
(তাই) তোর আসা চাই মাঝে মাঝে প্রায়ই খুন করতে আমায়


ফাঁকা হাইওয়ে, বৃষ্টি ধুয়ে মুছে গেছে ছাপ
ধুয়ে গেছে ক্ষোভ প্রাপ্তির লোভ যত অভিশাপ
আমিও স্বাধীন নিজের অধীন তুমিও থাকো তাই
যুদ্ধ শেষে নিজের দেশে ফিরে আসা চাই