কি হবে নতুন আর সবই তো ঘটেছে আগে
আধার কার্ড হবে তোমার ও
বন্ধু প্রেম কথা যাওয়া আসা ভালোবাসা
বোতাম ছিঁড়ে নেবে জামার ও


স্মার্ট ফোন আর আনস্মার্ট যুক্তি তে
রাজনীতি লেখা দেওয়ালে
হবে না আর কিছু পৃথিবী ধ্বংস হবে
জেনারেশন এর বাওয়ালে


কখনো বুঝবে না প্লাটফর্মে ফুটপাতে
কেন শুয়ে থাকে শিশু রা
এখনো রাতের দিকে একা একা বাড়ি যেতে
কেন ভয় পায় মেয়ে রা


কি হবে নতুন আর সবই তো ঘটেছে আগে
মার্কশিট পাবে তুমিও
তারপর কাজে দরখস্থ-এর সাথে
আমার এ গান টাও শুনিও


কি হবে নতুন আর মহাকাশে লোক যাবে
প্লিজ হাত টেনে ধরো না
বিচার বুদ্ধিতে বিবেচনা করে দেখো
এখনি হ্যাঁ করে দিও না


কি হবে নতুন আর সবই তো ঘটেছে আগে