হঠাৎ তোমার ইচ্ছা হলো উড়বে পাখনা জুড়ে?
আগে উড়তে শিখো নাইলে বন্ধু ছিটকে পড়বে দূরে।
লক্ষ তোমার নষ্ট হবে ভ্রষ্টা হবে সতী,
থাকতে সময় বুঝতে শেখো নইলে নিজের ক্ষতি।


ওরে পাগল চাইলেই তো আর পাগল হওয়া যায়না
বুঝিস যখন ধরিস কেন পাগল সাজার বায়না?
তাই প্রার্থনা কর ঈশ্বর আরো কষ্ট দিও আমায়..
কষ্ট পেলে পাখনা পাবি তারপর যাস উড়ে।


একলা ঘরে গুমরে মর, ভন্ডের দলে যাস না
বিষ হোক চাই অমৃত তুই না দেখে শুনে খাস না
ওরা মিথ্যে ওরা শয়তান
ওরা শিকার খুঁজছে যদিও বলছে প্রতিভার অনুসন্ধান।


ওরা চায় না তোকে উড়তে দিতে চায় না তোর হাসি
ওরা ছেলে হলে মনে করে ক্রীতদাস, সুন্দরী মেয়ে দাসী।
উড়বি কি তুই, জন্ম সূত্রে ডানা ই তো তোর ভাঙা
অর্ধনগ্ন সভ্য সমাজ উড়তে চাওয়া ই মানা।


তাই প্রার্থনা কর, ঈশ্বর আরো কষ্ট দিও আমায়...
কষ্ট পেলেই পাখনা পাবি তারপর যাস উড়ে।।