কিছু প্রেম
অমিতাভ ভট্টাচার্য


কিছু প্রেম স্ফুলিঙ্গ যেন
দাবানল নাই বা জ্বলুক
পোড়া পাঁজরের ছাই হয়ে
দহনের গল্প বলুক।


কিছু প্রেম যেন নীরবতা
বাকহীন চলা নিরবধি
দাবিহীন ধরণীর মতো
ভালোবাসা শুধুই সমাধি।


কিছু প্রেম প্লাবনের মতো
বাঁধ ভাঙে, বয়ে আনে পলি
ফের ফেরা চেনা নদীখাতে
বাধ্য স্রোতের মতো চলি।


কিছু প্রেম আকাশের তারা
আলো বুকে থাকে খুব কাছে
সূর্যছটায় পড়ে ঢাকা
যদিও সে আকাশেই আছে।


কিছু প্রেম স্মৃতিতেই বাঁচে
হৃদয়েতে জ্বলছে প্রদীপ
অতীতের অতল সাগরে
জেগে থাকা একখানি দ্বীপ।