আমার যুবরাজ
তুলোশী চক্রবর্তী
———————–
প্রতিটি সোনালি সন্ধ্যায়_
হে আমার যুবরাজ ,ভীষণ মনে পড়ে তোমায়,
দেখি পাখিরা ফিরে তখন আপন আপন নীড়ে
ইচ্ছে হয় আমিও চলে যাই পাখি হয়ে তোমার কাছে উড়ে,


চারিদিক হয়ে যায় একেবারে শান্ত,
থাকেনা কোনো কোলাহল
তুমি ও যে আছো জুড়ে
আমার মনের গভীর অতল,


বেলা শেষে নামে অন্ধকার
তবুও ইচ্ছে জাগে স্বচক্ষে তোমায় দেখতে একটিবার,
দেখা না পেয়ে মন বিষন্য প্রায়
বলো যায় কি বোঝানো সব , কাব্য কবিতায়?


হে আমার যুবরাজ জানি তুমি বুঝবে আমাকে
বৃষ্টি হয়ে এসো পেচু আমার বক্ষের ধূ ধূ মরুতে।