সততো মন আমার
থাকে তোমারি ভাবনায়,
নয়ন জলে বদন ভাসে,
এ নয় যে কল্পনায়,
দুঃখবিলাসী নই
তবু তোমার বিরহে অবচেতন,
তবে সরলতায় আমি সচেতন।


শুনতে সাধ বড়ো,
তব মনের স্নেহের বাণী,
তাই আজ ও দীর্ঘ  অপেক্ষায়
আমি অভিমানী.,


প্রতি প্রভাতে দীননাথ
উঠছে যে গগনে,
আর তার অস্ত শেষে
নিশাজ্যোতি আবার পুনশ্চ্য প্রভাত
এভাবেই অপেক্ষ্যমতি আমি.,
ইচ্ছেগুলো বক্ষে চেপে রেখেছি.
অনুভূতি বশতো ও আর
করবো না সে সব প্রকাশ
মিনতি করেও বলবোনা আর_


পথ পানে চেয়ে চেয়ে,
দিন আর যে কাটে না,
সখা তুমি কবে আসবে বলোনা, ?
কথা ছিল আসবে তুমি,
তাই আজ ও পথ পানে
চেয়ে থাকি আমি
কেনো আজো এলেনা,
আমায় বলোনা?


তবে আমি আশাবাদী আজ ও.
মিত্র তুমি আসবে শীঘ্র,
তবু মন যে মানে না
সখা তুমি কবে আসবে বলোনা?